স্বদেশ ডেস্ক:
মন্ত্রী আজ শনিবার দুপুরে পিরোজপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পিরোজপুর জেলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য, সেই নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
একসময় যুদ্ধাপরাধীরা দাম্ভিকতার সঙ্গে চলত। কেউ তো বলত চাঁদ তারা পতাকা আনতে হবে।
মন্ত্রী আরো বলেন, জনগণ তাঁকে ভোট দিতে উন্মুখ হয়ে বসে আছেন। কিন্তু ভোটের পরিবেশটার ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালের দিকে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেবে না বলে এক দল রাস্তায় নেমেছিল। অনির্দিষ্টকালের জন্য অবরোধ-হরতাল ডেকেছিল। শুধু অবরোধ না, পেট্রলবোমা ছুড়ে গাড়ির ভেতর থাকা জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিল।
এটা কি রাজনীতি! আমি যদি মনে করি যে নির্বাচনে আমি যাব না। আমি আহ্বান জানাব নির্বাচন ত্যাগ করতে মানুষকে। নির্বাচন বয়কট করেন। যেমনটি মওলানা ভাসানী করেছিলেন- আমি নির্বাচনে যাব না। মানুষ আপনার পক্ষে থাকলে নির্বাচনে আসবে না। কিন্তু পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মারা- এটা রাজনীতি না। এটা পশুপ্রবৃত্তির কর্মকাণ্ড।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল অঞ্চলের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম (বিএএমএস), পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী প্রমুখ।
পরে দুইজন মহিলা আনসার সদস্যের মাঝে সেলাই মেশিন ও ২৭ জন আনসার সদস্যের মাঝে ২৭টি বাইসাইকেল বিতরণ করা হয়।