স্বদেশ ডেস্ক:
টানা তিন হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। বিপরীতে তিন জয় নিয়ে নিয়ে দারুণ ছন্দে আছে প্রোটিয়াদের। যদিও ডাচদের কাছে হার প্রোটিয়াদের চলতি বিশ্বকাপের কলঙ্কিত অধ্যায়।
ফুল ফর্মে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। তিনি বলেছেন, বিশ্বকাপে এরই মধ্যে দেখা গেছে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর বিষয়টা না মানলে তার সাজাও পেতে হবে। তাই নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন তারা।
মার্করাম বলেছেন, ‘নাহ্, আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।’