স্বদেশ ডেস্ক:
গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ এবং দক্ষিণী তারকা থালাপাতি বিজয়ের ‘লিও’। দুটি সিনেমাই বেশ পাল্লা দিয়ে চলছে। মুক্তির চারদিনে বক্স অফিস কালেকশনে ডিক্যাপ্রিওর সিনেমাকে ছাড়িয়ে গেছে বিজয়ের ‘লিও’।
ভ্যারাইটি এক প্রতিবেদনে বলছে, লোকেশ কাঙ্গারাজ পরিচালিত ‘লিও’ এখন পর্যন্ত (চারদিনে) বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৩৪ কোটির বেশি। অন্যদিকে, মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ এখন পর্যন্ত আয় করেছে ৪৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৮৫ কোটি।
উল্লেখ্য, ‘লিও’ হচ্ছে লোকেশ কাঙ্গারাজের সিনেমাটিক ইউনিভার্সের একটি অংশ। এতে থালাপাতি বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন তৃষা কৃষ্ণান। এছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব মেনন, মাইস্কিন এবং মনসুর আলি খান প্রমুখ।
অন্যদিকে, ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ নির্মিত হয়েছে ডেভিড গ্র্যানের লেখা পুরস্কার বিজয়ী বই ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অফ দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে। এতে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন লিলি গ্ল্যাডস্টোন, রবার্ট দে নিরো প্রমুখ।