মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

আজকের রাশিফল ২১ অক্টোবর ২০২৩

আজকের রাশিফল ২১ অক্টোবর ২০২৩

আজকের মেষ রাশিফল

  • মেষ রাশির চাকরিজীবী জাতকদের কিছু কাজের দায়িত্ব দেওয়া হবে। এই কাজ সম্পন্ন করার জন্য তাঁরা সহকর্মীদের সাহায্যে সময়ের মধ্যে কাজ পুরো করবেন।
  • আইনি বিবাদ থেকে মুক্তি পাবেন। আপনার পক্ষে রায় ঘোষণা হবে।
  • সন্ধ্যা নাগাদ দূরের যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে আপনাদের। প্রিয় বস্তু চুরি যেতে পারে।
  • ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা বস্তু দান করুন।

আজকের বৃষ রাশিফল

  • বৃষ রাশির জাতকরা উৎসাহ ও একাগ্রতার সঙ্গে সমস্ত কাজ করবেন। এতে সফল হবেন। যা আপনাকে ক্রমশ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।
  • ব্যবসায়ীরা চুক্তি চূড়ান্ত করার সময় কারও ওপর বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনারই লোকসান হবে।
  • ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় ভালো।
  • কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা আজ ফিরে পাবেন। এর ফলে আপনাদের পরিস্থিতি মজবুত হবে।
  • ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

আজকের মিথুন রাশিফল

  • মিথুন রাশির চাকরিজীবী জাতকরা ছোটখাটো ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন।
  • সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীকে শপিংয়ে নিয়ে যেতে পারেন। আয় মাথায় রেখে ব্যয় করুন। না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে।
  • সন্তানের সমস্যা শোনার জন্য সময় বের করবেন।
  • ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে দূর্বা নিবেদন করুন।

আজকের কর্কট রাশিফল

  • কর্কট রাশির জাতকরা অংশীদারীর ব্যবসায় জড়িত থাকলে পরস্পরের মধ্যে কিছু মতভেদ হতে পারে। এ সময়ে বাণী মাধুর্য বজায় রাখুন।\
  • সরকারি কাজ পুরো হওয়ায় আপনার মনোবল বাড়বে।
  • ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য বাবার পরামর্শ নিতে পারেন।
  • আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুরে গুড় খাওয়ান।

আজকের সিংহ রাশিফল

  • সিংহ রাশির জাতকরা জীবনসঙ্গীর উন্নতি দেখে প্রসন্ন হবেন। প্রতিটি বিষয়ে তাঁদের কাছ থেকে পরামর্শ নেবেন।\
  • ব্যবসায়ীরা কোনও লেনদেনের পরিকল্পনা করে থাকলে আজ সতর্ক থাকুন।
  • চাকরিজীবীদের বেতনবৃদ্ধি ও পদোন্নতি হতে পারে।
  • নিজের জন্য সময় বের করতে পারবেন।
  • ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। পিঁপড়েকে আটা খাওয়ান।

আজকের কন্যা রাশিফল

  • কন্যা রাশির জাতকরা কোনও বন্ধুকে টাকা ধার দিয়ে থাকলে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে।\
  • অন্য কিছুতে মনোনিবেশ করার পরিবর্তে নিজের কাজে মন দিন।
  • সন্ধ্যাবেলা কিছু সৃজনশীল জিনিসে অর্থ ব্যয় করবেন।
  • বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।
  • ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।

আজকের তুলা রাশিফল

  • তুলা রাশির জাতকরা সাফল্য লাভের জন্য যে চেষ্টা করবেন তা ফলীভূত হবে।
  • ব্যবসায় উন্নতি হওয়ায় নতুন সুযোগ পাবেন। তবে সেই সুযোগ চিহ্নিত করতে হবে আপনাকেই।
  • কারও কথায় বিশ্বাস করার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন।
  • মায়ের স্বাস্থ্য সমস্যা চিন্তায় ফেলবে।
  • ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।

আজকের বৃশ্চিক রাশিফল

  • বৃশ্চিক রাশির জাতকরা নিজের কাজে এগিয়ে এসে অংশগ্রহণ করবেন।
  • প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় লাভান্বিত হবেন।
  • জীবনসঙ্গীর সঙ্গে আর্থিক কারণে বিবাদ হতে পারে।
  • পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণ করার পরিকল্পনা আপাতত বাতিল করুন।
  • আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ কাপড়ে ছোলা, গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে দান করুন।

আজকের ধনু রাশিফল

  • ধনু রাশির চাকরিজীবী জাতকরা অফিসে প্রচুর কাজ পেতে পারেন।
  • পরিবাররে সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাতে চাইলে, আজকের দিনটি তার জন্য ভালো।
  • ব্যয় নিয়ন্ত্রণ করত হবে। তা না-হলে ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

আজকের মকর রাশিফল

  • মকর রাশির জাতকরা নিজের আটকে থাকা কাজ সম্পন্ন করতে প্রচুর সময় ব্যয় করবেন।
  • কারও সাহায্য করবেন, তবে তাঁরা যেন এতে আপনার স্বার্থ খুঁজে বের করার চেষ্টা না-করে।
  • শত্রু প্রবল হবে। তাঁরা আপনার কাজে বাধা উৎপন্ন করবে।
  • সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার সমস্ত নথিপত্র যাচাই করে নিন।
  • সন্তান কোনও প্রতিযোগিতার আয়োজন করে থাকলে তার পরিণাম আসবে ও তারা সাফল্য লাভ করবেন।
  • ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অসহায়দের চাল দান করুন।

আজকের কুম্ভ রাশিফল

  • কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন।
  • যে কাজ করবেন, তাতেই সফল হবেন। তাই প্রিয় কাজ আগে করুন।
  • কারও সঙ্গে তর্ক হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।
  • আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও সংবাদ পেতে পারেন।
  • ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

আজকের মীন রাশিফল

  • বিরোধীরা মীন রাশির জাতকদের বৈভব দেখে তাঁদের সমালোচনা করবেন। তবে এই সমালোচনা উপেক্ষা করে যেতে হবে আপনাদের।
  • ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে আগত সমস্যার সমাধান খুঁজতে হবে। এর জন্য শিক্ষকদের পরামর্শ নিতে হবে।
  • সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন।
  • কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
  • আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877