বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে বিশেষ দোয়া

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

গাজা ও ফিলিস্তিনের অন্যান্য ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতদের জন্য শুক্রবার বাংলাদেশে বিশেষ দোয়া করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলান মুফতি মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় মসজিদের দক্ষিণ ও উত্তর গেটে শত শত মুসল্লির অংশগ্রহণে প্রধান দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে গিয়ে অনেক মুসল্লিকে অশ্রুবর্ষণ করতে দেখা যায়।

তারা ইসরাইলি অভিযানে নিহতদের আত্মার চির শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সরকারি নির্দেশে সিলেটে বৃহস্পতিবার হযরত শাহ জালাল র. মাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বরিশালে খেলাফত-ই-মজলিশের ব্যানারে নগরীতে বিশেষ মোনাজাত শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশের অন্যান্য স্থানেও বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২০ অক্টোবর) সারাদেশের সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য জুমার নামাজে বিশেষ মোনাজাত করার কথা বলেন।

মন্দির, গির্জা ও প্যাগোডাতেও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে।

চারদিক থেকে দখলদার ইসরাইলের হামলার কারণে পুরো ফিলিস্তিনে খাদ্য, পানি ও ওষুধের অভাবসহ মানবিক সংকট দেখা দিয়েছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ