বুধবার, ২১ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

সিনেমা মুক্তির আগেই শাহরুখকে টেক্কা দিলো থালাপতি বিজয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। আবারও সেই ঝড় তোলার অপেক্ষা করছে তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’ ! বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমা। এ উপলক্ষে ক’দিন আগেই শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। সেই অগ্রিম টিকেট বিক্রিতেই শাহরুখের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পথে ‘লিও’!

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম দুইদিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপি! যার ভেতর প্রথম দিনের শোয়ের প্রায় ১৮ লক্ষ টিকেট বিক্রি বাবদ ৩৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা ইতোমধ্যেই তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড!

চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের দুই ব্লকবাস্টার হিট সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’কেও টেক্কা দিচ্ছে বিজয়ের ‘লিও’। ইতোমধ্যেই ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘লিও’। কারণ ভারতজুড়ে মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ ‘পাঠান’ এর আয় ছিল ৩২ কোটি ৪৩ লাখ রুপি। যেদিক থেকে এগিয়ে ‘লিও’। তবে ‘জওয়ান’র (৪১ কোটি রুপি) অগ্রিম আয়কে এখনও ছুঁতে পারেনি ‘লিও’।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ