শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিনিয়োগের জন্য ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

বিনিয়োগের জন্য ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় এসেছেন জাপানের ২৭ কোম্পানির ৩৫ জন প্রতিনিধি। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডিএ)।

প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, মানিকগঞ্জ ইকোনমিক জোন, রিভার ট্যুরিজম মানিকগঞ্জ ইকোনমিক জোন, লক্ষ্মীপুর স্পেশাল ইকোনমিক জোন, ব্রাক্ষ্মণবাড়িয়া ইকোনমিক জোন, ব্লু ইকোনমি ও ভোলা গ্যাস ফিল্ড -এই  ৬টি প্রকল্পে বিনিয়োগ করতে চায় তারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান ব্যবসায়ীরা।

জাপানের ব্যবসায়ী দলের সদস্যদের মধ্যে হায়াসি বলেন, আমরা বাংলাদেশে শুধু ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আসিনি। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এবং মানুষের আর্থ-সামাজিক মান উন্নয়নে আমরা সবসময় পাশে আছি, পাশে থাকব। আমাদের বিশ্বাস সরকার আমাদের বিনিয়োগের সুযোগ করে দিবে।বিডিএ-এর ব্যবস্থাপনা পরিচালক (জাপানের স্বমন্বয়কারী) মো. নেওয়াজ শরীফ বলেনসবশেষ জাপান সফরে গিয়ে বিডিএ-এর পক্ষ থেকে আয়োজিত একটি বিজনেস সামিটে অংশ নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানকে আরো বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৭টি কোম্পানির ৩৫ জন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। এই কোম্পানিগুলো সেই বিজনেস সামিটে উপস্থিত ছিল।

নেওয়াজ শরীফ আরও বলেন, তারা যে ৬ প্রকল্পের প্রস্তাব নিয়ে এসেছেন, সেটি বাস্তবায়ন করা গেলে দেশের জিডিপি ১-২% বেড়ে যাবে। সেই সঙ্গে এক বছরের মধ্যে আরো এক হাজার কোম্পানী বিনিয়োগ করতে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি।

বিডিএ-এর বাংলাদেশি স্বমন্বয়কারি শামীম মোহাম্মদ আরিফ বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাপানের এত বড় একটি প্রতিনিধি দল আসা দেখেই বোঝা যায়, বিনিয়োগ করতে তারা কতটা আগ্রহী। আগে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এসে ইকোনমিক জোনগুলো দেখে গিয়েছিল। তাদের কাছে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ মনে হওয়ায় এবার বড় একটি দল এসেছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিলে দ্রুতই তারা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন।

বাংলাদেশে আসা জাপানি কোম্পানিগুলো হলো- ফুট স্টুল কোম্পানি লিমিটেড; ব্রিজ আর্ক কোম্পানি লিমিটেড; মার্ক কোম্পানি লিমিটেড; রেড লিমিটেড কোম্পানি অক্টোটেক, এমিটিইয়েন কোম্পানি লিমিটেড; তানাকা-জি-সুজিও কোম্পানি লিমিটেড; মাইলিন কোম্পানি লিমিটেড; গ্লোবাল লিংক কোম্পানি লিমিটেড; স্টিল্লা কোম্পানি লিমিটেড, সাকোই কোম্পানি লিমিটেড; ইউগাওকো কোম্পানি লিমিটেড; গ্লোবাল মার্কেট কোম্পানি লিমিটেড, সাকুরা সার্ভিস কোম্পানি লিমিটেড, নাকানোশিমা কোম্পানি লিমিটেড; এস ফুড’স কোম্পানি লিমিটেড; যাযা কোম্পানি লিমিটেড, সি-প্লান কোম্পানি লিমিটেড;  তাকুমি মিরাই কোম্পানি লিমিটেড; লাইফ ইনোভেশন জাপান কোম্পানি লিমিটেড; টেকনো সিনসেই কোম্পানি লিমিটেড; ফ্রিস্টাইল কোম্পানি লিমিটেড; বেনিয়া এডনিমিস্ট্রেটিভ স্ক্রিভেনার জেনারেল অফিস, হাইয়াবুসা কোম্পানি লিমিটেড; এমিটিইয়েন কোম্পানি লিমিটেড; সানটপিক কোম্পানি লিমিটেড; টোকিও হিল্স কোম্পানি লিমিটেড, হিরো ইন্টার সেকশন কোম্পানি লিমিটেড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877