শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজেপিতে পরিবারতন্ত্র! যা বললেন রাহুল গান্ধী

বিজেপিতে পরিবারতন্ত্র! যা বললেন রাহুল গান্ধী

স্বদেশ ডেস্ক:

ভারতের রাজনীতিতে বিরোধীদল কংগ্রেসকে বার বার শুনতে হয় তাদের দলে পরিবারতন্ত্র রয়েছে। এনিয়ে দলটির বার বার সমালোচনা করেন বিরোধীরা। আর সেই প্রসঙ্গেই এবার জবাব দিলেন দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের পাল্টা প্রশ্ন, অমিত শাহের পুত্র ঠিক কী করছেন এটা বলুন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের কথা উল্লেখ করেন তিনি। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের সেক্রেটারির পদে রয়েছেন। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাহুল গান্ধী জানিয়েছেন যে অমিত শাহের ছেলে ঠিক কী করছেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করছেন? অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। ব্যাপারটা বুঝুন। বিজেপির দিকে একবার তাকান। অনুরাগ ঠাকুরের মতো অনেকেরই পরিবারতন্ত্র রয়েছে।

উল্লেখ্য, রাজনাথ সিংয়ের পুত্র পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বিধায়ক। এদিকে ভোটমুখী মিজোরামে তিনি শাসকদল মিজো ন্যাশানাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টকে নিশানা করেন। তার মতে তারা উত্তরপূর্বভারতে আরএসএস আর বিজেপির হাতের পুতুল।

তিনি জানিয়েছেন, কংগ্রেস দল পুরোপুরি আদর্শগতভাবে বিজেপির বিরোধী। সেকারণে আমরা কারোর হাতের পুতুল হব না।

তিনি জানিয়েছেন, কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারেন। তার মধ্যে মিজোরাম, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় রয়েছে।

আগামী ৭ নভেম্বর মিজোরামে ভোট। তার আগে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ২০১৮ সালের ভোটে মিজো ন্যাশানাল ফ্রন্ট ২৬টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন। আর বিজেপি পেয়েছিল ১টি আসন।

এদিকে বিজেপি মাঝেমধ্য়ে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তোলে। এবার এনিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। ভোটমুখী মণিপুরে তিনি এই অভিযোগ তুলেছেন বলে খবর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877