বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

মিয়ানমারের মিডিয়ায় রোহিঙ্গাদের ফেরা…….???

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক: মিয়ানমারের সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে প্রায় ২৭ জন রোহিঙ্গা শরণার্থী ফিরে গেছেন মিয়ানমারে। তারা রাখাইনের মংডুতে একটি আশ্রয়শিবিরে পৌঁছার পর স্বাগত জানানো হয়েছে বলে বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে জানাচ্ছে অনলাইন মিজিমা। এতে আরো বলা হয়েছে, কোনো সরকারি ব্যবস্থাপনায় তারা ফিরে যান নি। মোট ১৪টি পরিবারের সদস্য নিজেরাই ফিরে গেছেন। এর মধ্যে রয়েছে কিছু শিশুও। গত সপ্তাহে তাদেরকে স্বাগত জানানো হয়েছে নগা খু ইয়া অভ্যর্থনা কেন্দ্রে। এতে আরো বলা হয়েছে, তাদের ফিরে আসার ব্যবস্থা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদেরকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। অভিবাসন ও নিরাপত্তা আইনের অধীনে তাদেরকে যাচাই করার পর দেয়া হয়েছে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ