শনিবার, ০১ Jun ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের রাত ১২টায় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে আটকা হাজার হাজার কর্মী
গাজার হাসপাতালে ইসরাইলের ব্যাপক বোমা হামলা : নিহত অন্তত ৫০০

গাজার হাসপাতালে ইসরাইলের ব্যাপক বোমা হামলা : নিহত অন্তত ৫০০

স্বদেশ ডেস্ক:

অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কয়েকশত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি নামক ওই হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল।

এছাড়া জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরাইল, যেটি উদ্বাস্তুদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

হাসপাতালে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটি বেসামরিক লোকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।

বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিসরও।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে নিন্দা জানিয়েছে।

এদিকে, মারওয়ান বিশারা নামে একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, গাজায় যা ঘটছে তা প্রকৃতই ও লক্ষ্যস্থাপন করা গণহত্যা।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877