মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

মেঘনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

মেঘনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ।

নিহতরা দুই শিশুর পরিচয়- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হক সাবের ছেলে আব্দুল্লাহ (৪)। কবির ও হক সাব আপন ভাই ও দুই শিশু চাচাত ভাই। আরেক চাচা আজিজের সঙ্গে মেঘনা নদীতে তারা গোসল করতে গেলে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যেতে থাকে দুজন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজও। পরে শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত আজিজকেও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877