স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ।
নিহতরা দুই শিশুর পরিচয়- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হক সাবের ছেলে আব্দুল্লাহ (৪)। কবির ও হক সাব আপন ভাই ও দুই শিশু চাচাত ভাই। আরেক চাচা আজিজের সঙ্গে মেঘনা নদীতে তারা গোসল করতে গেলে এ দুর্ঘটনা সংঘটিত হয়।
জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যেতে থাকে দুজন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজও। পরে শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত আজিজকেও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।