বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে হামাসের সম্পর্ক নেই: বাইডেন

সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে হামাসের সম্পর্ক নেই: বাইডেন

স্বদেশ ডেস্ক:

ইসরায়েল হামাসের হামলার সঙ্গে সাধারণ ফিলিস্তিনির জড়িত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, নিরপরাধ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস সেনারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ওয়াশিংটনে হিউম্যান রাইটস ক্যাম্পেইনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় যে মানবিক সংকট তৈরি হয়েছে তাতে নিরপরাধ ফিলিস্তিনি ও তাদের পরিবার জড়িত নয়।

তবে ইসরায়েলি বিমান হামলায় যে দুই হাজারেরও বেশি বেসামরিক প্রাণ হারিয়েছে সে বিষয়ে কিছু বলেননি বাইডেন।

জো বাইডেন দাবি করেছেন, হলোকাস্টের পর হামাসের হামলাই ইহুদিদের ওপর সবচেয়ে বড় আঘাত। আর এটি থেকে বাঁচতে ফিলিস্তিনি বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877