শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের ভিসা পেলেন পাকিস্তানের ৬০ সাংবাদিক

অবশেষে ভারতের ভিসা পেলেন পাকিস্তানের ৬০ সাংবাদিক

স্বদেশ ডেস্ক:

এরই মধ্যে পাকিস্তান বিশ্বকাপের দু’টি ম্যাচ খেলে ফেলেছে কিন্তু মাঠে তাদের সমর্থকরা তো দূরের কথা, পাকিস্তানের একজন সাংবাদিকও থাকতে পারেনি দেশের ম্যাচ কভার করার জন্য। অবশেষে পিসিবি সভাপতি জাকা আশরাফসহ ৬০ জন পাকিস্তানি সাংবাদিক পেলেন ভারতীয় ভিসা।

শুক্রবার পাকিস্তানের বহুল প্রচারিত সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পাকিস্তান-ভারত ম্যাচে ৬০ জন পাকিস্তানি সাংবাদিক উপস্থিত থাকবেন। এদের প্রত্যেকের ভিসা মঞ্জুর করা হয়েছে।

ডন আরো জানিয়েছে, ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে ৬০ জন সাংবাদিকের প্রত্যেককে ফোন করে তাদের ভিসা মঞ্জুরির কথা জানানো হয়েছে। এখন থেকে তারা ভারতে বিশ্বকাপের সব ম্যাচ কভার করতে পারবেন। একইসাথে সাংবাদিকদের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্টও দিতে হয়েছে।

এদিকে বিশ্বকাপের আসর ছেড়ে চলে যাওয়া পাক তরুণী টিভি সঞ্চালিকা জায়নাব আব্বাস একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, তাকে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে সেটা সঠিক নয়। কেউ তাকে ভারত ছেড়ে যেতে বলেনি। তিনি স্বেচ্ছায় ভারত ছেড়েছেন। কারণ, তার একটি টুইট নিয়ে জলঘোলা হচ্ছিল। এক আইনজীবী তার বিরুদ্ধে মামলা করায় দুই দেশের শুভাকাঙ্খীদের পরামর্শেই তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন।

প্রকাশিত টুইট সম্পর্কে দুঃখপ্রকাশ করে জায়নাব আব্বাস লেখেন, আমাকে যারা জানেন তারা এটাও জানেন আমি এমন চরিত্রের মানুষ নই যে অন্য ধর্ম নিয়ে কথা বলব। আমার তাৎক্ষণিকভাবে যা মনে হয়েছিল, লিখেছিলাম। কেউ তাতে আঘাত পেলে আমি দুঃখিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877