শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে যাবে মার্কিন প্রতিনিধিদল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে মার্কিন প্রতিনিধিদলটি সেখানে যাবে বলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।

মার্কিন প্রতিনিধিদলের পরিদর্শন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সাথে মার্কিন প্রতিনিধিদলটির বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে আড়াইটা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে। প্রতিনিধিদলটি আজ ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ