শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ ‘কিউই-বিজয়’ করতে মাঠে নামছে বাংলাদেশ

আজ ‘কিউই-বিজয়’ করতে মাঠে নামছে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে হার বাংলাদেশকে বেশ নাড়িয়ে দিয়েছে, আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছে হিমাচল শৃঙ্গের পাদদেশে। তবে ভেঙে পড়তে খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ, আজই গুছিয়ে নিতে হবে নিজেদের। আবার নামতে হবে মাঠে, আজ শুক্রবার টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বড়দলগুলোর মাঝে বাংলাদেশের ভীষণ পরিচিত নিউজিল্যান্ড। অন্য দলগুলো যেখানে বাংলাদেশকে এড়িয়ে যায়, ব্ল্যাক ক্যাপসরা সেখানে ভিন্ন, সাদরেই টাইগারদের অভ্যর্থনা জানায়৷ যার সুবিধা নিয়েছে বাংলাদেশও। কিউইদের বিপক্ষে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

কিউইদের বিপক্ষে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।২০১০ ও ২০১৩ সালে ঢাকায় ঢেকে এনে বাংলা ওয়াশের তিক্ত স্বাদ উপহার দেয়া কিংবা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘কিউই বধ’ রূপকথা লেখা! যে দৃশ্য এখনো চোখে আনে প্রশান্তি, তৃপ্তির ঢেঁকুর তুলে মনে। প্রথম ও একমাত্র শিরোপাও তো বাংলাদেশ পেয়েছিল কিউই বধ করেই, ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজে।

তবে একটা আক্ষেপ এখনো রয়ে গেছে, এখনো কিউই বধ গল্প লেখা হয়নি বিশ্বকাপে। সুযোগ এসেছিল শেষ আসরে, তবে অনাকাঙ্ক্ষিত এক ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। তবে সেই ক্ষতে প্রলেপ দেয়ার সুযোগ শুক্রবারেই পাচ্ছে বাংলাদেশ।

উভয় দল মুখোমুখি হবে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে। নিউজিল্যান্ড যদিও থাকবে তৃতীয় জয়ের খুঁজে, বাংলাদেশ লড়াই করবে জয়ের ধারায় ফিরতে। টাইগাররা প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের কাছে। এবার তাই কিউই বধ করেই সেমিফাইনালের দৌঁড়ে ফিরতে চায় সাকিব বাহিনী।

তবে এর আগে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। মুখোমুখি দেখায় বেশ এগিয়ে কিউইরা, সব মিলিয়ে ৪১ দেখায় ৩০ জয়ের বিপরীতে হার আছে ১০টা। তাছাড়া সদ্যই ঘরের মাঠে টাইগারদের হোয়াইট ওয়াশ করার স্মৃতিও তাদের তরতাজা।

দুই দলের দেখায় সর্বোচ্চ রান রস টেইলরের। ৫৬ গড়ে ১০১০ রান করেন তিনি। তবে পরের পাঁচজনের মাঝে চারজন বাংলাদেশী। দুইয়ে থাকা মাহমুদউল্লাহর রান ৭৪৬। সমান ৭০০ রান তিনে থাকা তামিম ইকবালের। ৬৭৭ রান নিয়ে চারে মুশফিক ও ৬৩৯ রান নিয়ে ছয়ে আছেন সাকিব।

উইকেট শিকারে সাকিবই সবার উপরে, ৩৭ উইকেট তার দখলে। ৩৩ উইকেট কাইল মিলসের, ৩১ উইকেট আছে ডেনিয়েল ভেট্টরির। ২৫ উইকেট নিয়ে রুবেল ও ২০ উইকেট শিকার করে মোস্তাফিজও আছেন সেরা দশে।

তবে জেনে রাখা ভালো, পরিসংখ্যান কখনো ম্যাচ জেতায় না, কাউকে বাড়তি সুবিধাও দেয় না। দিনশেষে ব্যবধান গড়ে দেয় মাঠের খেলা। চেন্নাইয়েও নিশ্চয়ই মাঠের খেলায় আধিপত্য দেখাবেন সাকিব-মুস্তাফিজরা!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877