বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ : ব্যাপক সমালোচনার মুখে নেতানিয়াহু

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ : ব্যাপক সমালোচনার মুখে নেতানিয়াহু

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনিদের সাথে সংঘাতের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যাপকভাবে দোষারোপ করছে ইসরাইলিরা। অভিযোগ করা হচ্ছে, নেতানিয়াহু ইসরাইলকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে।

নেতানিয়াহু আইনি পরিস্থিতি জটিল করার কারণে গত শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলে হামলা চালাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন কয়েকজন বিশেষজ্ঞ।

ডাবলিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের অধ্যাপক স্কট লুকাস বলেন, ‘নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ থেকে বাঁচতে ইসরাইলের অভ্যন্তরে উত্তেজনার সৃষ্টি করেছে। বিচার বিভাগ, আইনের শাসন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে বিরোধ সৃষ্টির মাধ্যমে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপের সৃষ্টি করেছেন নেতানিয়াহু। যার সুযোগ নিয়েছে হামাস।’

তিনি আরো বলেন, ‘আমি এটা বলছি না যে, ইসরাইলে হামাসের এটাই একমাত্র কারণ। তবে এটিও একটি বড় অনুষঙ্গ।

‘অনেক ইহুদি নেতানিয়াহুকে দোষারোপ করতে শুরু করেছেন, তাদের মধ্যে আগে যারা তাকে সমর্থন করতেন তারাও রয়েছেন। আমি মনে করি তাকে ইসরাইলের ক্ষমতা থেকে সরতে হবে,’ বলেন তিনি।

হামাসের হাতে বন্দী ৯৭ জনকে শনাক্ত করতে পেরেছে ইসরাইল
ইসরাইলের শীর্ষ সামরিক মুখপাত্র দানিয়েল হাগারি জানিয়েছেন, তারা হামাসের হাতে আটক ৯৭ জন ইসরাইলি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

এছাড়া তাদের ২২২ জন সেনাসদস্য নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে তিনি আরো বলেন, তাদের সামরিক বাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ে রয়েছে।

গাজার ৫টি পানির প্লান্টের মধ্যে ৩টিই বন্ধ
রেডক্রস জানিয়েছে, ফিলিস্তিনের গাজার পাঁচটি পানির প্লান্টের মধ্যে তিনটিই ইসরাইলি বোমা হামলার কারণে বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, গাজায় ইসরাইলের পূর্ণ অবরোধের কারণে এবং বোমা হামলার কারণে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। ফলে পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877