মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

‘আমরা সিংহের জাতি, হামাসকে গুঁড়িয়ে দেব’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা সিংহের জাতি। আইএসআইএসকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই হামাসকে গুঁড়িয়ে দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তেল আবিব সফর করায় ধন্যবাদ জানান নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাই। বর্বর হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধে ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য সমর্থন জানিয়েছে মার্কিন জনগণ।

অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একটি ক্ষতিগ্রস্ত জাতির কাছে এসেছেন। আমরা যুদ্ধরত জাতি, সিংহের জাতি, যারা চারপাশের অশুভ শক্তিকে পরাস্ত করতে বদ্ধপরিকর।

হামাসকে ‘সভ্যতার শত্রু’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, হামাস হলো আইএসআইএস। আইএসআইএসকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তেমনি হামাসকেও গুঁড়িয়ে দেওয়া উচিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ