শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনে সংঘাতের জন্য ইসরাইল দায়ী : উত্তর কোরিয়া

ফিলিস্তিনে সংঘাতের জন্য ইসরাইল দায়ী : উত্তর কোরিয়া

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ক্রমবর্ধমান সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা ইউয়ুনহাফ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ফিলিস্তিনে সংঘাতের জন্য ইসরাইলকে নিন্দা জানিয়ে বলা হয়, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘ইসরাইলের অবিরাম অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি’ হামাসের এ যুদ্ধ।

শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু করে হামাস। ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পরে প্রথম প্রতিক্রিয়া হিসেবে পিয়ংইয়ংয় এ বিবৃতি দেয়।

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সঙ্কট সমাধানের মূল উপায় বলে উল্লেখ করা হয়েছে ওই নিবন্ধে।
সূত্র : ইউয়ুনহাফ নিউজ এজেন্সি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877