শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

২ রানে ৩ উইকেট নেই ভারতের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

অস্ট্রেলিয়া ২০০ রানের আগে অলআউট হওয়ায় মনে হচ্ছিল আজ ম্যাচে রাজত্ব করবে ভারত, কিন্তু না; উল্টো ভারতও যেন অজি পেসারদের কাছে অসহায় হয়ে পড়েছে। মাত্র ২ রানে তিন উইকেট হারিয়েছে বিশ্বকাপের স্বাগতিক দলটি।

রোববার দুপুরে চেন্নাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমেই এ শোচনীয় অবস্থা রোহিত শর্মার দলের। অবাককরা ব্যাপার হলো- তিন ব্যাটারই আউট হন দলীয় ২ রানের মাথায়।

এদিন ভারতের ইনিংস গোড়াপত্তন করতে নামা দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান উভয়েই ফিরেছেন খালি হাতে। কিষানকে ফেরান স্টার্ক ও রোহিতকে প্যাভিলিয়নের পথ দেখান জস হ্যাজেলউড।

পরে শ্রেয়াশ আইয়ারও কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। তাকেও ফেরান হ্যাজেলউড।

এখন লোকেশ রাহুলকে (৪ রান) নিয়ে ক্রিজে আছেন বিরাট কোহলি। কোহলির সংগ্রহ ৫ রান। আর দলের রান ৫ ওভারে ১২। হাতে নেই তিন-তিনটি উইকেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ