স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানে শনিবার কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪০ জন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাইক জানিয়েছেন, আজকের ভূমিকম্পে হেরাত প্রদেশের জিনদা জান জেলার তিনটি গ্রামে ওই হতাহত হয়।
এক ভিডিওতে তিনি বলেন, ফারাহ ও বাদগিস প্রদেশেরও কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে বেশ ক’টি আফটারশকসহ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুসারে, ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৬.৩।
ইউএসজিএস তথ্যানুসারে, সর্বশেষ কম্পনটি অনুভূত হয়েছে ৫.৯ মাত্রার। এটির উৎপত্তিস্থল হেরাতের জিন্দা জান জেলার ৭.৭ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ফারাহ ও বাদগিস প্রদেশেও।
সূত্র : টলো নিউজ