স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা আর কারো সাথে জোটবেঁধে নির্বাচন করবো না। সারা দেশের মানুষ যেহেতু জাতীয় পার্টির সাথে আছে তাদের নিয়ে এবার ৩০০ আসনে নির্বাচন করা হবে। আমার বিশ্বাস উত্তরাঞ্চলসহ সারা দেশের মানুষ জাতীয় পার্টির আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে।’
তিনি বলেন, ‘লাঙ্গল এখনো হারিয়ে যায়নি। সবাইকে মাঠে কাজ করে সেটা প্রমাণ করতে হবে।’
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ মিনার মাঠে নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পল্লীবন্ধু সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করে গেছেন। তারই পথ ধরে আওয়ামী লীগ কিঞ্চিৎ উন্নয়ন ঘটিয়েছে। বর্তমান সরকার এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে। সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। যা কখনোই মেনে নেয়া যায় না।’
জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমেই শুরু হয়েছে। আজকে যে রাস্তায় পিচঢালা হচ্ছে তা জাতীয় পার্টিই করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।’
তিনি আরো বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের মধ্যে একটা বড় ধরনের ঝুঁকি। এটা আমাদের জন্য বিপজ্জনক একটা প্লান্ট, বিপজ্জনক জিনিস, আপনাদের জানা দরকার। আমি মনে করি, এটা আপনাদের সকলকে জানিয়ে দেয়া আমার কর্তব্য। এখানে বাংলাদেশের কোনো কন্ট্রোল থাকবে না।’
‘আমি এর আগেও একবার বলেছিলাম, সরকার যেভাবে মেগা প্রজেক্ট করছে, যেভাবে প্রকল্প করছে, যেভাবে দুর্নীতি করছে, তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে রক্তশূন্য করে গায়ে গহনা পরিয়ে দিচ্ছে। বর্তমান সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে শুধু রক্তশূন্য করছে না, আপনার লিভার, আপনার কিডনি এগুলো কেটে নিয়ে তারা বিক্রি করছে। তার মাধ্যমে এমন একটি দেহ থাকছে আপনার, যার ওপরে গয়নাগাটি পরানো হচ্ছে। কিন্তু কিডনি আপনার নাই, আপনার লিভার নাই, ভেতর থেকে আপনার সবকিছু বের করে নেয়া হচ্ছে, এই ধরনের একটি দেহ আমাদের বাংলাদেশে অবশিষ্ট থাকছে। এর কারণ হলো দেশে কোনো গণতন্ত্র নেই, সরকার কোনো গণতন্ত্র দেয় নাই,’ বলেন জি এম কাদের।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই। তাই আমাদের বোঝা শেষ। তিনি বলেন, চার বার জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই সেই সুযোগ এবার দেয়া হবে না। যারা জনগণের কথা ভাবে না তাদের দরকার নেই। জনগণ এখন জাতীয় পার্টিকে নিয়ে ভাবছে। যতগুলো বছর থেকে দেখে আসছি বিএনপি-আওয়ামী লীগ একসাথে হতে পারেনি। তাদের দ্বন্দ্বের কারণে জিনিসের দাম বাড়ছে। একটি ডিমের দাম এখন ১৭ টাকা। দেশের মানুষ কীভাবে চলবে?’
বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে। তুমি কেন বসে থাকো। তোমার পদত্যাগ করা উচিৎ।’
নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এন কে আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর মাসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার, আলমগীর সিকদার লেঅটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব মো: বেলাল হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, সিদ্দিকুল আলম প্রমুখ।