বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

রাজপথ ছাড়া যাবে না-নেতাকর্মীদের আমির খসরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।এ কারণে নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় রোডমার্চ পূর্ব সমাবেশে বিএনপির এই নেতা এ পরামর্শ দেন।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘এরা (সরকার) কেউ নেই; বিদায় হয়ে গেছে। শুধুমাত্র তাদের শরীরটা দেখতে পাচ্ছেন। বিদেশে গিয়ে অনেক চেষ্টা করেছে; কোনো লাভ হয়নি। বাংলাদেশের মানুষ বিদায় করেছে, বিদেশিরাও বিদায় করে দিয়েছে। তারা দেশেও নেই; বিদেশেও নেই। বাংলাদেশের মানুষ এক পক্ষে, তারা জনগণের বিপক্ষে। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ কোনদিন দাঁড়াতে পারেনি। এরাও পারবে না। এদের শক্তি হচ্ছে দুর্নীতিবাজ লুটপাটকারীরা। ’

নেতাকর্মীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী কিছুদিন আপনাদের কঠিন সময় পার করতে হবে, আপনারা প্রস্তুত? হ্যাঁ। রাজপথ ছাড়া যাবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছবে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচি থেকে নতুন ঘোষণা আসতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ