সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

আপনার রাশিফল: বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩)

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ভেলা ভাসতে ভাসতে আপনার হৃদয়সৈকতে পৌঁছে গেছে কী?

মিথুন (২২ মে—২১ জুন)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ব্যাপারে একটুতেই হাল ছেড়ে দেওয়ার পাত্র আপনি নন, শেষ পর্যন্ত সাফল্য আপনার হাতে এসেই ধরা দেবে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের দৌড়ে আপনাকে পেছনে ফেলে এমন সাধ্য কার!

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের রঙিন প্রজাপতি উড়তে উড়তে চলে আসছে আপনার দিকেই। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ দূর হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের দৌড়ে পেছনে পড়ে থাকা আপনি আজ সবাইকে টপকে যেতে সক্ষম হবেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যর্থ হয়ে থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। চমকপ্রদ কোনো ঘটনায় আপনার হতাশা দূর হতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। আর্থিক লেনদেন শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ হাসি কিন্তু আপনিই হাসবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। অনেকটা জোর দিয়েই বলছি, আপনার পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে চলেছে। দূরের যাত্রা শুভ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ