মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশের উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯

স্বদেশ রিপোর্ট ॥ জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আসা সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের সংবর্ধনা ও বাংলাদেশের উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। সিটির জ্যাকসন হাইটসের খাবারবাড়ি চায়নিজ রেষ্টুরেন্টে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী সিলেট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্তিক’র চেয়ারম্যান ও রূপালী ব্যাংক লি: এর সাবেক চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবীদ ড. আহমেদ আল কবীর। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার আজাদুর রহমান আজাদ। অতিথি ছিলেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও বাসস’র সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ।
সিলেট এমসি কলেজের সাবেক জিএস সাখাওয়াত আলীর সভাপতিত্বে এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর ও তোফায়েল চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, শাহীন আজমল, মিসবাহ আহমদ, এমএ করিম জাহাঙ্গীর, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আবদুস শাকুর খান মাখন, মো. মোত্তালিব, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, মিজান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আহমেদ আল কবীর যুক্তরাষ্ট্র প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে খুব ভাল অবস্থানে। সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। তিনি বলেন, দেশে বিনিয়োগ বান্ধব নীতিমালা করা হয়েছে। বিনিযোগের বিপুল সুযোগ তৈরী হয়েছে। বিনিয়োগে আকর্ষণীয় মুনাফা লাভের সুযোগ রয়েছে।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ (এফডিআই) কে আইন দ্বারা সুরক্ষা প্রদান করা হয়েছে। নতুন শিল্প কারখানা এবং সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীরা যার যার সুবিধাজনক অঞ্চলে সহজে সেখানে বিনিয়োগ করতে পারেন।
অনুষ্ঠানে সিলেট অঞ্চলের অতিথিবৃন্দ অভিযোগের সুরে বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও সিলেট সে উন্নয়নের ধারা থেকে অনেকটাই পিছিয়ে। তারা সিলেটের উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বিপুল সংখ্যক সিলেট প্রবাসীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ