শুক্রবার, ১৪ Jun ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাজেটে প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা বেনজীরের রিসোর্ট থেকে এবার ক‌ম্পিউটার চু‌রি, ৫ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের দুর্নীতি নিয়ে যা বললেন ডোনাল্ড লু কওমি মাদ্রাসায় ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালাতে বললেন শিক্ষামন্ত্রী উচ্চ সতর্কতার পর ফাঁকা বেনাপোল সীমান্তের পথ-ঘাট ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ বাংলাদেশের ‘রাফসান দ্য ছোট ভাই’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট এমপি আনার হত্যা : আ’লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সূচি, বন্ধ থাকবে একদিন
ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

স্বদেশ ডেস্ক:

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষে ১ দফা দাবিতে আজ মঙ্গলবার ফরিদপুর বিভাগীয় রোড মার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশেবোডমার্চটি যাত্রা শুরু করবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু হয়ে বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত। তার মধ্যে রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চ শেষ হবে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের নেতারা বক্তব্য রাখবেন।

ফরিদপুর বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রোডমার্চটি গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে শরিয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে। ফরিদপুর গোয়ালন্দ থেকে শরিয়তপুর ১৩০ কিলোমিটার রোডমার্চে ফরিদপুর দুটি, গোপালগঞ্জে একটি, মাদারীপুরে একটি পথসভা হওয়ার কথা রয়েছে।

রোডমার্চের সমন্বয় করবেন বিএনপি ফরিদপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং

সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও

খন্দকার মাশুকুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877