স্বদেশ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল। কিন্তু দিনের ভোট রাতে বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর বোকা হবো না।’
সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মাদ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো: নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক কে এম বিল্লাল হোসেন প্রমুখ।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম বলেন, ‘এমন একটা নির্বাচন হতে হবে যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। যুক্তরাষ্ট্রও তাই বলছে। অথচ ক্ষমতাসীন নেতারা বলছেন, বিদেশীরা কেন হস্তক্ষেপ করছে, ভিসা স্যাংশন আসছে। আজকে দেশের বারোটা বেজে গেছে। যুক্তরাষ্ট্রে যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায়, আর আমাদের যারা সেখানে আছে, তাদের কাজকর্ম বন্ধ হয় তবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে।’