স্বদেশ ডেস্ক:
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ড. মোহাম্মদ মুইজ্জুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আগামী দিনে দেশগুলোর মধ্যে বন্ধন আরো জোরদার হবে বলে শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিরোধী প্রার্থী মোহাম্মদ মুইজ্জু ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করেন।
উল্লেখ্য, শনিবার ৫৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে জয়লাভ করেন তিনি।
সূত্র : ইউএনবি