শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ইরান : সেনাপ্রধান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে শুক্রবার উগ্রবাদীদের ভয়াবহ হামলার পর ইরানের সামরিক বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সাহায্য করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

শুক্রবার পাকিস্তানে মহানবী সা:-এর জন্মদিন পালন করার সময় দক্ষিণ-পশ্চিম বালোচিস্তান প্রদেশ ও পাশের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি মসজিদকে লক্ষ্য করে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। এতে কমপক্ষে ৫৭ জন নিহত এবং আরো ডজনখানেক আহত হয়।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি ইসলামাবাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হামলার নিন্দা জানিয়ে বাঘেরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে যেকোনো সহযোগিতা জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুত বলে ঘোষণা করেছেন।

তিনি আশা ব্যক্ত করেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ও বিচার বিভাগ অপরাধীদের ধরতে, বিচার করতে ও শাস্তি দিতে সক্ষম হবে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি এবং কারো সংশ্লিষ্টতা এখনো শনাক্ত করা যায়নি।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ