স্বদেশ ডেস্ক:
কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুরতি বলেছেন, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস একটি যুদ্ধ শুরু করার লক্ষ্য নিয়ে তার দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির’ জন্য উত্তর কসোভোতে হামলা করার নির্দেশ দিয়েছেন।
গত রোববার বানস্ককা গ্রামে ভারী অস্ত্র নিয়ে প্রায় ৩০ জন সার্বের আগমনের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। ওই সার্বরা কসোভোর পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সার্বিয়ান অর্থোডক্স মঠের দখল নেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কসোভোর এক পুলিশ এবং তিন সার্ব হামলাকারী নিহত হয়।
কয়েক ঘণ্টার সংঘর্ষের পর পুলিশ মঠটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। তারা সেখানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ পায়। সশস্ত্র গ্রুপটির আহত ছয় সদস্যকে দক্ষিণ সার্বিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুরতি আল জাজিরাকে বলেন, ওই সার্বরা ছিল সার্বিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য। আর তাদের সাথে থাকা অস্ত্রগুলো সার্বিয়ার তৈরী করা। এসব অস্ত্র খোলা বাজারে পাওয়া যায় না।
কুরতি বলেন, এসব অস্ত্র ও গোলাবাদের দাম প্রায় ৫৩ লাখ মার্কিন ডলার। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে হ্যান্ড গ্রেনেড, মেশিন গান।
কুরতি বলেন, রোববারের হামলার চূড়ান্ত লক্ষ্য ছিল কসোভোতে সার্বিয়ার হামলা চালানোর পরিস্থিতি সৃষ্টি করা।
এ ব্যাপারে সার্বিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উত্তর কসোভোতে প্রায় ৫০ হাজার সার্ব বাস করে। তারা সার্বিয়ার প্রতিই বেশি অনুগত।
সূত্র : আল জাজিরা