বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এবার স্বর্ণের দাম ভরিতে কমলো ১৭৫০ টাকা

এবার স্বর্ণের দাম ভরিতে কমলো ১৭৫০ টাকা

স্বদেশ ডেস্ক:

তিন দিনের ব্যবধানে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুসারে ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণেল দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা পরদিন থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877