শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

স্কটল্যান্ডে ২টি ট্রেনের সংঘর্ষে বেশ ক’জন আহত হয় : পুলিশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

স্কটল্যান্ডের হাইল্যান্ডস এভিমোর রেলওয়ে স্টেশনে শুক্রবার দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বেশ ক’জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।

ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করেছে, দুর্ঘটনা কবলিত ট্রেনগুলোর একটি রেকর্ড-ব্রেকিং, শতাব্দী-পুরাতন ফ্লাইং স্কটসম্যান প্রতি ঘণ্টায় এক শ’ মাইল গতি সম্পন্ন প্রথম স্টিম ট্রেন।

স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে বলেছে, দু’জনকে রাইগমোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বেশ ক’জন যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে ও তদন্ত চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ রাজধানী লন্ডন থেকে ছয় শ’ মাইল (৯৬৫ কিলোমিটার) উত্তরের স্টেশনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রেন দু’টির সংঘর্ষ হয়।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ