স্বদেশ ডেস্ক:
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজু জয়ী হয়েছেন বলে স্থানীয় মিডিয়া দাবি করেছে। এতে বলা হয়, শনিবার অনুষ্ঠিত ‘রান-অফ’ প্রেসিডেন্ট নির্বাচনে মালের মেয়র এবং প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপস (পিপিএম) এবং পিপলস ন্যাশনাল কংগ্রেস জোটের প্রার্থী মুইজু ৫৩.৭৬ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ভারতপন্থী হিসেবে পরিচিত বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৪৬.২৮ ভাগ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম রাউন্ডের নির্বাচনে মুইজু ৪৬ ভাগ এবং সলিহ ৩৯ ভাগ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে আট প্রার্থীর কেউ ৫০ ভাগ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী শনিবার দ্বিতীয় রাউন্ডের ভোট আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মালদ্বীপ পরিণত হয়ে গেছে ভারতপন্থী বা চীনপন্থী হিসেবে বিভক্ত।
বিশ্লেষকেরা বলছেন, সলিহ ভারত-প্রথম নীতিতে বিশ্বাসী আর মুইজু চান চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে।
উল্লেখ্য, কট্টর চীনপন্থী হিসেবে পরিচিত আবদুল্লা ইয়ামিনকে পরাজিত করে ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সলিহ। তিনি নির্বাচিত হওয়ার পরই ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে শুরু করেন।
সূত্র : আল জাজিরা, সিনহুয়া এবং অন্যান্য