স্বদেশ ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে ১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ শনিবার লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী সোমবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর এ নাগরিক সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অন্যদিকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।
দেশে ফেরার পথে চারদিনের লন্ডনের এই যাত্রা বিরতির সময়কালে যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।