শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মিছিলের জন্য লোকজন সমবেত হচ্ছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে হতাহতের এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ডন।

শহিদ নবাব ঘোস বখস রইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: সৈয়দ মিরওয়ানি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

অপরদিকে, সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লাহরি নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

তবে নিহত ও আহতদের এখনো হাসপাতালে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওই কর্মকর্তা।

এর আগে মাস্তুং অ্যাসিস্টেন্ট কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, আলফালাহ রোডে অবস্থিত মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবির মিছিল করতে লোকজন সমবেত হতে থাকলে এ বোমা হামলা চালানো হয়।

এসি আরো জানিয়েছেন, মিছিলের পাশে অবস্থানরত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরর গাড়ির পাশে বোমাটি বিস্ফোরিত হয়।

এসএইও লাহিরি জানিয়েছেন, এটি ছিল একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’।

সূত্র : ডন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877