শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

পবিত্র কাবা শরিফে দাঁড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাইলেন শামীম ওসমান

পবিত্র কাবা শরিফে দাঁড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাইলেন শামীম ওসমান

স্বদেশ ডেস্ক:

পবিত্র কাবা শরিফে উমরাহ পালনে গিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাইলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, পবিত্র কাবা শরিফে দাঁড়িয়ে দেশবাসী, নারায়ণগঞ্জবাসীকে সালাম জানাচ্ছি। এই কাবা শরীফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করব। আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর উছিলায় আমি সফল হতে পেরেছি। আল্লাহ আমাকে কবুল করেছেন।

তিনি বলেন, আপনারা দয়া করে যদি সব ভালো মানুষগুলো এগিয়ে আসেন, তাহলে নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা সম্ভব।

তিনি বলেন, পুলিশের পক্ষে সব কাজ একা করা সম্ভব নয়, সমাজের ভালো মানুষগুলো এগিয়ে এলে পঞ্চায়েত সমাজ ব্যবস্থা কায়েম হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ কায়েম করা সম্ভব। আমি হজ্জ থেকে ফিরে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার উদ্যোগ নেব ইনশাল্লাহ। আমি আপনাদের সহযোগিতা কামনা করি।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সকল সদস্যদের নিয়ে ওমরাহ হজের উদ্দেশে দেশ ত্যাগ করে সৌদি আরবের দিকে রওয়ানা হবেন।

সৌদি আরব যাওয়ার আগে তিনি সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। আবার যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরো বলেন, আমি একটা মানুষ। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি। অনেক সময় অনেক কথাও বলতে হয়। হয়তো যারা অপজিশনে আছেন, তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877