রবিবার, ২৫ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রভাবিত করবে না : দীপু মনি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশী শিক্ষার্থীদের ফি-এর ওপর নির্ভরশীল।

বুধবার(২৭ সেপ্টেম্বর) বিকালে সিলেট নগরীতে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সংস্থার ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল পর্বের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পরবর্তী নির্বাচনেও প্রভাব ফেলবে না, কারণ এতে সরকারের ওপর কোনো চাপ নেই।

দীপু মনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, আগামী বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলায়মান খান।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ