স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
এক প্রত্যক্ষদর্শী জানান, লাশ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। অনেকে এটা হত্যাকাণ্ড মনে করছেন, আবার কেউ বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’