স্বদেশ ডেস্ক:
ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলের সামনে ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুর থেকে অপরাহ্ন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পরস্পর বিরোধী স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করে। আওয়ামী লীগের স্লোগান ছিল ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ এবং বিএনপি স্লোগান দেয় ‘এই মুহূর্তে দরকার-তত্ত্বাবধায়ক সরকার’।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের পাশাপাশি বেশ কটি সাইড ইভেন্টে অংশগ্রহণের পর ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভার্জিনিয়ায় রিটজ কার্লটন হোটেলে অবস্থান করবেন। শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে সামাজিক ও রাজনৈতিক স্থিতির বিকল্প নেই বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের ডাক দেয়া হয়েছিল। এ কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা দেয় ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলেন নেতা-কর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানসহ নেতৃবৃন্দ ছিলেন এ শান্তি সমাবেশে। অপরদিকে, বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, সেক্রেটারি জাকির হোসেন, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি মো, কাজল প্রমুখ।
বৃষ্টিমুখর দিনে রাজপথে ব্যানার-পোস্টার হাতে তুমুল উত্তেজনামূলক স্লোগান ভিনদেশীদের দৃষ্টি কেড়েছিল। ঔৎসুক অনেকে জানতে চেয়েছেন কেন তারা পরস্পরকে আক্রমণাত্মক স্লোগান দিচ্ছে।