শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

অবশেষে বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগ

অবশেষে বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগ

স্বদেশ ডেস্ক:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিতর্কিত ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরের দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন। পদত্যাগের ব্যাপারে মন্ত্রী, উপমন্ত্রী ও সিনিয়র সচিবের সঙ্গে ভিসি মৌখিকভাবে আলোচনা করেন বলে জানা গেছে।

এরআগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তাকে অপসারণ করার সুপারিশ করেছে। ভিসি নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে বলে সেই তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়। সেই কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে।

স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনসহ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো উঠেছে সেগুলোরও প্রমাণ মিলেছে বলে বলা হচ্ছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল সেখানকার শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877