বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সমাজের সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করে ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)’।

রোববার আলজাজিরা জানায়, উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটি ব্রিটেনের বিভিন্ন প্রান্তের ২৫০টি মসজিদ নির্বাচন করে। মসজিদগুলো গত শনি ও রোববার (২৩-২৪ সেপ্টেম্বর) সব ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

এই উদ্যোগটি শুরু হয় ২০১৫ সালের ফ্রেব্রুয়ারিতে। তখন মসজিদ সংখ্যা ছিল মাত্র ২০টি। দীর্ঘ প্রচেষ্টার পর এ বছর আড়াই শ’ মসজিদ উদ্যোগের আওতায় আনা হলো।

গত শনি ও রোববার এ উপলক্ষে মসজিদগুলোতে দর্শনার্থীদের মাঝে খাবার ও নানারকম মিষ্টান্ন উপহার দেয়া হয়। পাশাপাশি ইসলামী সেমিনার এবং ব্রিটেনে বসবাসরত মুসলিমদের সাথে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্ক তৈরিতে সেতুবন্ধনের আয়োজন করা হয়।

উদ্যোগে এবারের স্লোগান ছিল ‘তুমি আমার মসজিদ পরিদর্শন করো’। অভিনব এ উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন। তারা নিজ নিজ এলাকার মসজিদ পরিদর্শন করেন এবং মুগ্ধ হন।

এরই মধ্যে এ সংক্রান্ত বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আলজাজিরা মুবাশির

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ