শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেঁচে থাকতে বঙ্গবন্ধুর কর্মীকে হত্যা করতে দেব না: কাদের সিদ্দিকী

বেঁচে থাকতে বঙ্গবন্ধুর কর্মীকে হত্যা করতে দেব না: কাদের সিদ্দিকী

স্বদেশ ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর অন্তত ৮-১০ হাজার কর্মীকে হত্যা করা হবে বলে ধারণা করছে অনেকেই, কিন্তু আমি বেঁচে থাকতে বঙ্গবন্ধুর কর্মীকে হত্যা করতে দেব না। আমি এখনো বেঁচে আছি।’

আজ শনিবার টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির ভাইয়েরা একটি হাওয়া ভবন বানিয়েছিল, তারেক রহমান কিন্তু তারা একবারও বলে নাই এটি ভুল ছিল, অন্যায় হয়েছে, ক্ষমা চাই।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি বলেন, ‘আমি ওই ভোটে দাঁড়াব না, যে ভোটে ভোটাররা ভোট দিতে পারবে না। সব ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট দিতে পরবে, আমি ওই ভোটে দাঁড়াব। এটা আমার বোনকেও (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘তুমি (শেখ হাসিনা) এখন চাটুকারদের চাদরে ঘেরা। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে বাজাতে চাওয়া মতিয়া চৌধুরীর ঘেঁষা আমি মানতে পারি না, মানি না। এটা আমি বলেই যাব। আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল জাসদ, সেই জাসদের হাসানুল হক ইনুকে মন্ত্রী বানানো হয়, নৌকা ছাড়া মেম্বারে পাস করতে পারবে না।আমি তাকে পছন্দ করি না, বিরোধিতা করি, করেই যাব।’

এ সময় আওয়ামী লীগের সমালোনা করে তিনি বলেন, ‘নৌকাওয়ালারা একটু সাবধান হন, মানুষকে সম্মান করার চেষ্টা করেন।’

বিএনপির উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘তারেক রহমান লোকটা ভালো না। হাওয়া ভবন, খাওয়া ভবন করে এখন লন্ডনে ভিসা নিয়েছে। তারেক রহমানের ওপর নিষেধাজ্ঞা হয়েছে, তিনিও আমেরিকার ভিসা পাবেন না।’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুল সবুর খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877