শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘জওয়ান’ নিয়ে নয়নতারার অভিযোগে মুখ খুললেন শাহরুখ

‘জওয়ান’ নিয়ে নয়নতারার অভিযোগে মুখ খুললেন শাহরুখ

স্বদেশ ডেস্ক:

দক্ষিণী সিনেমার সুপারস্টার বলা হয় অভিনেত্রী নয়নতারাকে। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনদের মতো তারকাদের মাঝেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

দক্ষিণী চলচ্চিত্রে নিজেকে প্রমাণের পর প্রথমবারের মতো বলিউডেও আত্মপ্রকাশ ঘটেছিল নয়নতারার। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দিয়েই অভিষেক ঘটে তার। অ্যাটলি পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই বক্স অফিস কালেকশনে ঝড় তুলেছে।

এসবের মাঝেও এই নায়িকাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমায় নয়নতারার চরিত্রকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি এডিটের সময় এই তারকার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলে দীপিকার চরিত্রের স্ক্রিনটাইম বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট নন নয়নতারা।

এই অভিনেত্রীর ভক্তরাও তার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় এক অনুরাগী টুইটারে (এক্স) শাহরুখ খানের উদ্দেশে লিখেছেন, ছবিতে তার ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুব পছন্দ হয়েছে। শুধু তাই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটাও প্রশংসনীয়।

ওই অনুরাগীকে উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, ‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছে। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’

শাহরুখের এমন উত্তরের পর নেটিজেনরাও অনুমান করছেন, নয়নতারার অভিমান ভাঙানোর উদ্দেশ্যেই সামাজিক মাধ্যমে তার ব্যাপক প্রশংসা করলেন শাহরুখ।

অ্যাটলির ‘জওয়ান’-এ অভিনেত্রীদের বিরাট ভূমিকা ছিল। নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় অভিনেত্রীরা তো ছিলেনই, পাশাপাশি, সানা মালহোত্রা, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জিতা ভট্টাচার্যের মতো অভিনেত্রীরাও চুটিয়ে কাজ করেছেন।

যদিও নয়নতারার নাকি অভিযোগ ছিল, তার চরিত্রকে রীতিমতো উপেক্ষো করা হয়েছে ছবিতে। বরং দীপিকাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সে ক্ষোভ থেকে নাকি এই নায়িকা ভবিষ্যতে বলিউডে আর কোনও ছবিতে কাজ করতে চান না।

তবে নয়নতারার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই সব অভিযোগ একদমই মিথ্যা। অ্যাটলিকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন নয়নতারা। এসব মিথ্যা খবরে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাই অপপ্রচার বন্ধ করতে প্রযোজনে মানহানির মামলার পদক্ষেপও নেবেন অভিনেত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877