মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
চাকরিজীবীদের কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাফল্যের পালক কিন্তু আপনার মুকুটেই শোভা পাবে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বেকারদের কারও কারও জন্য আজ সুবার্তা আছে। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ সবাইকে টপকে যেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে হতাশা দূর হয়ে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়ার প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বাঁধভাঙা জোয়ারে অনেকেই ভেসে যাচ্ছে—চাইলে আপনিও যোগ দিতে পারেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু সাফল্যের নতুন বার্তা পেতে চলেছেন আপনি।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। প্রেমের উত্তাল ঢেউ আছড়ে পড়তে চলেছে আপনার হৃদয়–সৈকতে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমের দৌড় প্রতিযোগিতায় আজ সবাইকে টপকে যাবেন আপনি।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের রঙিন প্রজাপতি উড়ে উড়ে কিন্তু আপনার দিকেই আসছে—দেখতে পাচ্ছেন তো?
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উড়িয়ে নিয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের দৌড়ে আপনাকে পেছনে ফেলে এমন সাধ্য কার! সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যান।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।