শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

কুইন অফ বেঙ্গল খেতাব জিতলেন শ্রাবন্তী, নক্ষত্রপুঞ্জে কিনলেন তাঁরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঋতুপর্ণা সেনগুপ্ত  নন, কোয়েল মল্লিক নন, নুসরাত জাহান কিংবা মিমি চক্রবর্তীও নন- কুইন অফ বেঙ্গল -এর খেতাব জিতলেন শ্রাবন্তী চ্যাটার্জি। একসময় টালিগঞ্জে ঝড় তোলা এই নায়িকা ইদানীং ফিল্ম বেশি করেন না। বিতর্কের জন্য বারবার শিরোনামে আসেন। বেঙ্গল কুইন হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, নুসরাত জাহান কিংবা মিমি চক্রবর্তীকে টপকে শ্রাবন্তীর এই খেতাব জয় অবশ্যই উল্লেখযোগ্য। শ্রাবন্তীর এই কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন তার প্রিয় বান্ধবী শুভশ্রী গাঙ্গুলি। ইদানিং একটি বিনোদন চ্যানেলে ড্যান্স বাংলা ড্যান্স  রিয়ালিটি শোতে শ্রাবন্তীকে বিচারকের আসনে দেখা যাচ্ছে। শুভশ্রী এই রিয়ালিটি শো-এর প্রতিটি এপিসোড চেটেপুটে দেখেন। কারণ, তিনি তার প্রিয় বান্ধবীর পারফরমেন্স দেখতে চান।  শ্রাবন্তী বিয়ে ইত্যাদি ব্যাপারে বিতর্কের মধ্যে থাকলেও একটি কাজের কাজ করে ফেলেছেন। তিনি লিও নক্ষত্রপুঞ্জের একটি তাঁরা কিনেছেন।লিও তার রাশি। তাই এই নক্ষত্র পুঞ্জের তাঁরা কিনে শ্রাবন্তী বেশ খুশি। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তীর নামও উঠেছে। শ্রাবন্তীর মতো একটি তাঁরার মালিক আপনিও হতে পারেন। আপনাকে ব্যয় করতে হবে শুধু সাত হাজার টাকা!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ