স্বদেশ ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন? স্বয়ং ট্রাম্পপুত্রের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে এরকমই একটা লাইন পোস্ট করা হয়েছে। সারা পৃথিবী জানল না, ট্রাম্প সহসা মারা গেলেন! না, মুহূর্তে জানা গেল ঘটনা মোটেই তা নয়। ট্রাম্পের ছেলের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সেই হ্যাকড হওয়া অ্যাকাউন্ট থেকেই বাবার মৃত্যুসংবাদ প্রচারিত হয়ে গেল!
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট থেকে শুধু যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃ্ত্যুসংবাদই প্রচারিত হয়েছে তাই নয়, উত্তর কোরিয়া থেকে জেফ্রি এপস্টেইন- ভুল খবর প্রচারিত হয়েছে এই প্রসঙ্গেও।
যা যা পোস্ট হয়েছে ট্রাম্পের ছেলের অ্যাকাউন্ট থেকে, তার কিছু নমুনা :
‘নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড’
‘আই অ্যাম স্যাড টু অ্যানাউন্স, মাই ফাদার ডোনাল্ড ট্রাম্প হ্যাজ পাসড অ্যাওয়ে। আই উইল বি রানিং ফর প্রেসিডেন্ট ইন ২০২৪’
‘দিস জাস্ট ইন: নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড’
‘সাম ইন্টারেস্টিং মেসেজেস উইথ জেফ্রি এপস্টেইন..’
যে পেইজ থেকে পোস্টগুলো করা হয়েছে, সেগুলোতে ফলোয়ার আছে এক কোটি। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পোস্টগুলো ডিলিট করা হয়।
ট্রাম্প অর্গ্যানাইজেশন জানিয়েছে, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
সূত্র : বিবিসি, জি নিউজ