বুধবার, ২৮ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

বন্ধুদের সঙ্গে খাবার খেয়ে ফেরা হলো না রাসেলের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রাসেল (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের মো. সিরাজুল হকের ছেলে। তিনি মিরপুর ১১ নম্বরে পরিবারের সঙ্গে থাকতেন।

একই ঘটনায় রাসেলের বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩) আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাসেলের ভাই মো. হোসেন জানান, তার ভাই একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। মঙ্গলবার দিবাগত-রাতে আরেকজনের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ খাবার খাওয়ার জন্য পুরান ঢাকার নাজিরা বাজার গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ