শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি।

এ সময় প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে তার প্রথম মেয়াদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সাভারে পারমাণবিক গবেষণা চুল্লি সুবিধার জন্য আইএইএ’র প্রযুক্তিগত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

 আইএইএর মহাপরিচালক ‘অ্যাটম ফর ফুড’উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) কর্তৃক উদ্ভাবিত চাপ সহনশীল এবং উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ