বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

পায়জামার মধ্যে ছিল ৩ লাখ ৩৯ হাজার টাকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে হুন্ডির ৩ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে ওই টাকা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এক নারী পরনের পায়জামার মধ্যে করে টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন। পরে বিজিবির সদ্যদের কাছে তিনি আটক হন।

আটক নারীর নাম মোর্শেদা খাতুন (২৮)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দানশাইল গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, মোর্শেদা খাতুন একজন হুন্ডি পাচারকারী। আজ দুপুরে ওই নারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। অভিবাসন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বেলা দেড়টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাঁকে আটক করা হয়। এরপর তল্লাশি করে তাঁর পরনের পায়জামার মধ্যে একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটে হুন্ডির ৩ লাখ ৩৯ হাজার টাকা পাওয়া যায়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের অধিনায়ক নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, মোর্শেদা খাতুনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হুন্ডির টাকা থানায় জমা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ