স্বদেশ ডেস্ক:
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সকল আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের বিষয়টি বাইডেন প্রশাসননকে জানিয়েছে সৌদি আরব।
সৌদি মালিকানাধীন ইলাফ পত্রিকায় রোববার ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটন থেকে তারা এবিষয়ক নিশ্চিত তথ্য পেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের কোনো ধরনের ছাড় দিতে নারাজ হওয়ায় স্বাভাবিকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
বিশেষ করে ইসরাইলের দুই মন্ত্রীর কথা বলা হয়। ইতামার বেন গভির ও বেজালেল স্মট্রিচ ফিলিস্তিন ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে নারাজ।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এই পদক্ষেপে ইসরাইল ‘বিভ্রান্ত’ হয়ে পড়েছে। কারণ ইসরাইল বিশ্বাস করে যে ফিলিস্তিন ইস্যুতে অগ্রগতির কোনো সম্পর্ক ছাড়াই সৌদিরা ইহুদি রাষ্ট্রটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত।
ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন শুক্রবার বলেন, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে ‘পরিবর্তনে গতি সৃষ্টিকারী’ চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিন ইস্যুসহ কয়েকটি কারণে প্রক্রিয়াটি থমকে আছে।
ব্লিনকেন সম্ভাব্য চুক্তির ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘এমনটি আমরা এ নিয়ে কাজ করা সত্ত্বেও জটিলতা বিরাজ করছে।’
উল্লেখ্য, সৌদিরা সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়িয়েছে।
সূত্র : সিয়াসত