স্বদেশ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করা ছেলে সাদিক বীন সাজ্জাদের (১৮) মাথার বাম পাশ থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, গুলিটি তার (সাদিক) মাথার ডান পাশ থেকে বাম পাশে আটকে ছিল।
এক প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
এর আগে সোমবার সকালে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় সাদিক আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। তিনি ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, সকালে সবাই যখন ঘুমে ছিলেন, তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা সরকারি পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল। পরে লাশটি ময়নাতদন্তের জন্য দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লালবাগ থানার ডিউটি অপারেটর মো. মনিরুজ্জামান দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।